Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় একযোগে ৪০০ মার্কিন স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানে ইরানের হামলার পর যদি যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাতো তাহলে একযোগে এসব স্থাপনায় হামলা করতো ইরান।
সম্প্রতি ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালাত তাহলে প্রথম ধাপেই এ অঞ্চলে ৪০০টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিকভাবে হামলা চালাত ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।