জুমবাংলা ডেস্ক : জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার এক সাথে দুই জোড়া ছেলে-মেয়ে নবজাতক প্রসব করেছেন আনোয়ারা বেগম (৩২) নামের একজন প্রসূতি। এটি তার চতুর্থবারের সন্তান প্রসব। এর আগে প্রথম এক মেয়ে, মাঝে এক ছেলে হয়ে মারা যায়, তৃতীয়বার জন্মদেন আরেক মেয়ে।
আবারো ছেলের আশায় বুক বাঁধেন স্বামী ইজিবাইকচালক বেলাল হোসেন ও স্ত্রী আনোয়ারা বেগম। কিন্তু এবার চাওয়ার চেয়ে বেশিই পেলেন এই দম্পতি। চার নবজাতকের নাম রেখেছেন হাসান, হুসেইন, ফাতেমা ও আমেনা। এই দম্পতির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামে।
প্রসূতির স্বজনরা জানান, চারটি নবজাতকই অপরিণত বয়সের এবং স্বাভাবিকের চাইতে অনেক কম ওজন নিয়ে জন্ম গ্রহন করেছে। বিশেষ যত্নের জন্য চার নবজাতককেই দ্রুত জামালপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ইজিবাইকচালক বেলাল হোসেন বলেন, আমরা প্রথম বুঝতে পারি নাই যে একসাথে চার বাচ্চা হবো। আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তাররা দুই বাচ্চা পেটে থাকার কথা বলছিলেন। চারজনের নাম রাখছি হাসান, হুসেইন, ফাতেমা ও আমেনা। আল্লাহ যেন চার বাচ্চা ও বাচ্চার মায়েরে সুস্থ করে দেয় এতেই আমি খুশি।
জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান বলেন, অপরিণত বয়স ও স্বাভাবিকের চাইতে কম ওজন নিয়ে জন্ম গ্রহণ করা নবজাতকদের নিয়ে শঙ্কা থাকে অনেক। তবে আলোচিত এই চার নবজাতক এখন পর্যন্ত সুস্থ আছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।