ভাইরাল হতে একসঙ্গে দুই নারীকে বিয়ে

একসঙ্গে দুই নারীকে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার প্রবণতা সব খানেই। সেরকম ভাইরাল হতেই একসঙ্গে দুই নারীকে বিয়ে করেছেন এক আলজেরিয়ান যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সত্যিই ভাইরাল হয়েছেন সেই যুবক।
একসঙ্গে দুই নারীকে বিয়ে
আলজেরিয়ান যুবক রাচিদ বোউদিউয়ার একই সময়ে দুই তরুণী, হানান ও মরিয়ম নামে দুই তরুণীকে বিয়ে করেছেন।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই যুবক একই বিয়ের অনুষ্ঠানে দুই তরুণীকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন।

দেশটির গণমাধ্যমের খবর অনুসারে, ‘প্রথম কনের পরিবার দ্বিতীয় বিয়ের কথা জানতেন না। তারা বিয়ে প্রত্যাখ্যান করছেন কারণ বর বেকার ছিল এবং তার স্থিতিশীল আয় বা বাসস্থান ছিল না। ’

তবে প্রথম কনের মায়ের দাবি মেয়েকে বিয়ের সময় রীতি অনুসারে সোনার গহনা দিয়েছে বর। এদিকে বিয়ে করে প্রথম বউকে নিয়ে গাড়িতে করে দ্বিতীয় কনের বাড়ির পাশ দিয়ে গেছেন বর। পরে সেখান থেকে তাকে একই গাড়িতে ওঠিয়ে নিয়ে যান। পরে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে দুই বউকে নিয়ে ছবি পোস্ট করেন ওই যুবক।

গভীর রাতে ল্যাম্পপোস্টের নিচের প্রেমিক-প্রেমিকার দুর্দান্ত ড্যান্স