জুমবাংলা ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরের বুধুরিয়া গ্রামের ভারত পাহান (২১) নামে এক আদিবাসীকে খুনের দায়ে আরেক আদিবাসীকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আদিবাসী জেলার মহাদেবপুর উপজেলার দোপাড়া গ্রামের মৃত বিনয় পাহানের ছেলে শ্রী সুবল পাহান (৩৫)।
নিহতের বোন কুমারী চঞ্চলা (৩৫) বাদী হয়ে সুবল পাহানকে আসামি করে আজ সকালে নিয়াতমপুর থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ আসামি সুবল পাহানকে গ্রেপ্তার করে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সুবল সঙ্গে ভারত পাহানকে নিয়ে অজ্ঞাত এক স্থানে নেশা করতে যায়। নেশা করে ভারত পাহান আসামি সুবল পাহানকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরে। এসময় ভারতের বোন চঞ্চলা তার পরিচয় জানতে চায় এবং রাগারাগি করে। পরে সুবলকে নিয়ে রাত ১০টার দিকে পার্শ্ববর্তী গ্রামের উদ্দেশে বের হয়। এরপর আর ভারত বাড়ি ফেরেনি।
একটু পরেই গ্রামের পথে ভারতের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক। কিনি ভারতের ছোটভাইকে ফোন করে এ খবর জানালে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ে নেশা খাওয়ার কারণে এ অপ্রীতিকরণ ঘটনা ঘটেছে। আমরা ঘটনার পরেই আসামি সুবলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুবল প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।