একসঙ্গে যমজ তিন পুত্রের জন্ম দিলেন গৃহবধূ

মাগুরায় যমজ তিন পুত্রের জন্ম দিলেন গৃহবধূ

জুমবাংলা ডেস্ক : মাগুরায় একইসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক গৃহবধূ। প্রসূতি রাশিদা বেগম মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিণাডাঙ্গা গ্রামে মাহবুব আলমের স্ত্রী।

ওই তিন নবজাতকদের দেখতে ক্লিনিকে উৎসুক মানুষ ভিড় করে।ডাক্তার মোক্তাদুর রহমান জানান, তিন নবজাতক ও প্রসূতি সম্পূর্ণ সুস্থ আছে। একই সাথে জন্ম নেয়া তিন নবজাতকের শারীরিক গঠন ও ওজন স্বাভাবিক রয়েছে।

রাশিদার স্বামী মাহবুব আলম বলেন, রবিবার সকালে তিনি স্ত্রীকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সন্ধ্যায় সিজারের মাধ্যমে এই তিন পুত্র সন্তান জন্ম হয়। নবজাতক তিন পুত্র সন্তান ও তাদের মা রাশিদা বেগম সম্পূর্ণ সুস্থ আছেন। এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় তিনি সহ পরিবারের সবাই খুবই খুশি। এছাড়া ওই দম্পতির ১৩ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে বলে জানান তিনি।

 

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *