Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেনীতে সালমা আক্তার (২৪) নামে এক গৃহবধূ একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন।
ওই গৃহবধূ ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
সালমা আক্তারের দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, তারা এর আগে দুজন সন্তানের কথা চিকিৎসক ও আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন। দুপুরের দিকে তার ভাবির প্রসবব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে চিকিৎসক তার অবস্থা দেখেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে চিকিৎসক তাহমিনা সুলতানা নিলুর অস্ত্রোপচারের মাধ্যমে চারটি নবজাতক আলোর মুখ দেখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।