একসাথে ছেলে ও মেয়ের গলায় গান গেয়ে বিচারকদের মুগ্ধ করলেন যুবক

বিনোদন ডেস্ক : বর্তমানে সংগীতের অন্যতম সেরা রিয়্যালিটি শো সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল’। দর্শক মহলে এই শো-এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই শো এর প্রতিযোগিদের দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে বিচারকমণ্ডলী থেকে গোটা ভারতের দর্শকদের। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই শো-এর বিভিন্ন ক্লিপ ভাইরাল হতে দেখা যায়।

বছরের পর বছর ভারতের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সংগীতের জগতে নিজের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে ‘ইন্ডিয়ান আইডল’। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একজন প্রতিযোগী ‘জেলি কই তামিনের’ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই প্রতিযোগীর বিশেষত্ব হলো সে একই সঙ্গে পুরুষ ও মহিলার কণ্ঠে গান গাইতে পারেন। তাঁর গানের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বেশ অবাক হয়েছেন সকলেই।

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ এ অংশগ্রহণ করেন এই প্রতিযোগী। অরুণাচল প্রদেশের ছোট্ট শহর পশ্চিম সিয়াংয়ের বাসিন্দা সে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁর জীবন প্রসঙ্গে বিচারকরা কিছু কথা জানতে চাইলে তিনি বলেন, লিওরোমোবা মাধ্যমিক বিদ্যালয় এবং পরে পশ্চিম সিয়াংয়ের কাম্বা উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করে ইটানগরের ডেরা নাটুং সরকারি কলেজ থেকে আর্টস বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন। ছোট থেকেই তাঁর গানের প্রতি ঝোঁক ছিল। অরুণাচলের বিভিন্ন সিনেমাতেও গান গেয়েছেন তিনি। এছাড়াও অরুণাচলের একটি শো-এর বিচারক হিসেবেও তিনি মনোনীত হয়েছিলেন। তবে তাঁর স্বপ্ন বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং তার জন্য তিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন।

Jelly Kai  Tamin audition in Indian Idol Full  video - Indianidol2020- jelly kai - malefemalevoice

‘ইন্ডিয়ান আইডলের’ মঞ্চে নেহা কক্করের গাওয়া ‘ও হামসাফার’ গানটি একইসঙ্গে পুরুষ ও মহিলার কণ্ঠে গেয়ে বিচারকদের মুগ্ধ করেন। শো-এর বিচারক মন্ডলী দ্বারা সিলেক্ট হন তিনি। ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় তাঁর এই প্রতিভা। তাঁর অনন্য কণ্ঠ ও দুর্দান্ত পারফরমেন্সে দর্শকমহলেও তাঁর জনপ্রিয়তা বাড়ে। ‘ইন্ডিয়ান আইডলের’ মঞ্চ তাঁর জীবনের এক মাইল ফলক। এই মঞ্চ থেকে তিনি প্রচুর অনুগামী ও খ্যাতি অর্জন করেছিলেন।

সামান্থা ভক্তদের জন্য দু:সংবাদ!