স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচ জয় তুলে নিয়েছে বেক্সিমকো ঢাকা। খুলনাকে মুশফিকরা হারিয়েছে ২০ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান তোলে রাজধানীর দলটা। জবাবে সাকিব-মাশরাফী-রিয়াদে সাজানো জেমকন খুলনা অল-আউট হয় ১৫৯ রানে। এই জয়ে প্লে অফে খেলা নিশ্চিত করেছে মুশফিকের দল।
মিরপুরের বাইশ গজে নাঈম শেখের তারুণ্যের দাপট। তার সামনে নিষ্প্রভ বিশ্বসেরা অলরাউন্ডারের বোলিং ক্যালিবার। এক ওভারে চার ছক্কা হাঁকালেন বেক্সিমকো ঢাকার ওপেনার। সাকিবের প্রথম ওভারে ঢাকার স্কোরবোর্ডে জমা ২৬ রান।
পয়েন্ট টেবিলে খুলনার সমান ৮ পয়েন্ট তোলার মিশনে ঢাকার শুরুটা ছিল এমনই ঝলমলে। তবে নাঈম ফিরে গেছেন দলীয় ৪১ রানে। ১৭ বলে তার ব্যাটে ৩৬ রান।
নাজমুল অপুর বলে কাটা পড়ার আগে ৩৬ রান আসে আল-আমিনের ব্যাটে। ওপারে সাব্বির রহমানকে সাক্ষী রেখে ফিরে গেছেন মুশফিক আর ইয়াসির আলি। আকবর আলী অবশ্য ফিনিশিং টাচ দিয়েছেন ১৪ বলে ৩১ রান তুলে। আগের চেয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছেন সাব্বির, ৩৮ বলে ৫৬ রান তার।
জবাব দিতে নেমে শুরুতেই খেইহারা খুলনা। ওপেনার জাকির হাসান এক রানে ফিরেছেন, ওয়ানডাউনে আজও ফ্লপ সাকিব। আউট হয়েছেন ৮ রানে। ক্যাপ্টেন মাহমুদউল্লাহর ২৩ আর এক রান এসেছে মাশরাফীর ব্যাট থেকে। তিন আইকনের যাওয়া-আসার মিছিলে ওপেনার জহুরুল অবশ্য তুলে নিয়েছেন ফিফটি। ৩৬ বলে স্কোরবোর্ডে জমা করেছেন ৫৩।
শামীমের ২৪ আর টেইলএন্ডার হাসান মাহমুদের ৯ বলে অপরাজিত ১৫ রানও লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি খুলনাকে। ঢাকার হয়ে ৫ উইকেট শিকার করেছেন রবিউল ইসলাম। প্লেয়ার অফ দ্য ম্যাচ তকমাটাও পকেটে পুরেছেন ৩০ বছর বয়সী এই স্পিনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


