Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না: তারেক রহমান
জাতীয় স্লাইডার

একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না: তারেক রহমান

By Arif ArmanJanuary 6, 20263 Mins Read
Advertisement

দেশের অস্তিত্ববিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে তাঁরা সাক্ষাৎ করেন।

এ সময় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার, বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপির পক্ষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাম গণতান্ত্রিক জোটের পক্ষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর একজনের মৃত্যু

এ সময় তারেক রহমান আরও বলেন, ‘একাত্তরের চেতনা, নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে আস্তিক-নাস্তিক, বিশ্বাসী-অবিশ্বাসী বা সংশয়বাদী-সবাই থাকবে। সবাইকে নিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই।’ সাক্ষাৎ শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘মূলত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা জানাতে এবং শোকবইয়ে সই করতে আমরা এখানে এসেছিলাম। পরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।’ তিনি বলেন, তারেক রহমান বলেছেন, আমাদের বিরোধী দল থাকবে। আপনাদের সঙ্গে হয়তো অনেক বিষয় আমাদের মতপার্থক্য আছে, থাকবে কিন্তু আবার দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে সেগুলো নিশ্চয়ই বিনিময় করব। মাঝেমধ্যে আপনাদের পরামর্শ থাকলে আমাদের দেবেন। আমরা যেটা গ্রহণ করার, সেটা করব। এরকম যে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে উঠুক। এমন একটা পলিটিকাল কালচার গড়ে তোলা দরকার, যেখানে রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, ফিলোসফিকাল টলারেন্স যেটা গণতন্ত্রের একটা পূর্বশর্ত এবং সেখানে একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোর কথা বললাম।’ বজলুর রশীদ আরও বলেন, ‘আমরা বলেছি, একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি যেন বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে না পারে। অথচ জামায়াতে ইসলামী বলছে, তারা জাতীয় সরকারে থাকবে।’ জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের এই বিষয়ে কোনো কথা হয় নাই। বাইরে তারা এটা বলছে। আমাদের সঙ্গে এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। তারা শুধু বলেছে যে দেশের প্রশ্নে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটুকু কথা হয়েছে।’

গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক : গতকাল দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে গণসংহতি আন্দোলনের নেতারা বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান। পাশাপাশি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

নাগরিক ঐক্য : বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ ছাড়াও তাঁদের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে শোকবইয়ে স্বাক্ষর করেন। ডা. মুস্তাফিজুর রহমান ইরান তাঁর প্রতিনিধিদল নিয়ে তারেক রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অস্তিত্বই একাত্তর তারেক থাকবে দিলে দেশের না বাদ রহমান স্লাইডার
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    LP

    এবার এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

    January 7, 2026
    BIMAN

    জরুরি অবতরণে অনীহা, বিমানের মধ্যে প্রাণ গেল যাত্রীর

    January 7, 2026
    Logo

    নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

    January 7, 2026
    Latest News
    LP

    এবার এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

    BIMAN

    জরুরি অবতরণে অনীহা, বিমানের মধ্যে প্রাণ গেল যাত্রীর

    Logo

    নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

    Falaney

    ফেলানী হত্যার ১৫ বছর, ভারতের আদালতে ঝুলছে বিচার

    তাপমাত্রা

    ৬.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জেঁকে বসেছে শীত

    Nirbachon

    নির্বাচনে অনিয়ম রোধে ভিজিল্যান্স টিম ও মনিটরিং সেল গঠনের নির্দেশ ইসির

    NBR

    সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা : এনবিআর

    NCP

    এনসিপিকে ১০টি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামায়াত

    Tarek Rahman

    উত্তরাঞ্চলে ৪ দিনের সফর যাচ্ছেন তারেক রহমান, প্রশাসনকে অবহিত

    Hadi

    হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.