জুমবাংলা ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ২৩ টি পদে মোট ৪০৭ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা: ফার্মাসিস্ট- ০৪ টি, ড্রাফটসম্যান- ০৭টি, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০১টি, উচ্চমান সহকারী- ০৯টি, হিসাব রক্ষক- ০৬টি, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৩টি, লাইব্রেরীয়ান- ০৬টি, ক্রাফট ইন্সট্রাক্টর (সপ)- ৩১টি, ক্রাফট ইন্সট্রাক্টর (টিআর/ইলেকট্রনিক্স/টেক)- ২৭টি, ড্রাইভার (হেভী/লাইট)- ১০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩৫টি, হিসাব সহকারী- ২২টি, ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ)- ০২টি, সহকারী লাইব্রেরিয়ান- ০১টি, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার- ০৬টি, ইলেকট্রিশিয়ান- ০১টি, স্কীল্ডম্যান- ১৪টি, ল্যাবরেটরি বেয়ারার- ০১টি, বুক সর্টার- ১৭টি, অফিস সহায়ক- ১৮৭টি, গার্ডেনার- ০৩টি- স্টোর খালাসী/ওয়ার্কসপ খালাসী- ০৪টি, নিরাপত্তা প্রহরী- ১০টি
আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dte.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।