একেই বলে দায়িত্বশীলতা, একেই বলে দায়বদ্ধতা

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করা। প্রধানমন্ত্রী পদের শপথ অনুযায়ী তিনি জনগণের নিকট দায়বদ্ধ।

করোনা মহামারীতে তিনি নির্ঘুম দিবস ও রজনী অতিবাহিত করেছেন জনগণের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের অর্থনীতি সচল রাখতে। সমগ্র বিশ্বে এই কর্মে তিনি সফলতমদের অন্যতম।

অনেক ধনী দেশের আগেই দেশবাসীর জন্য করোনার টিকা নিশ্চিত করেছেন। সংবেদনশীল এই টিকার সর্বাধুনিক বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছেন।

তিনি প্রথম টিকাটি নিয়ে নিজেকে সুরক্ষিত করতে পারতেন। কিন্তু দায়িত্বশীলতা ও দায়বদ্ধতার জায়গা থেকে তিনি তা করেন নি। তিনি বলেছিলেন যে, একটি নির্দিষ্ট পরিমাণ জনগণকে টিকা দেওয়ার পর এবং জনগণের জন্য পর্যাপ্ত টিকার সংস্থান করেই কেবল তিনি টিকা নেবেন।

বাংলার জনগণের সবচেয়ে আপনজন মুজিব-কন্যা তাই করেছেন। আজ তিনি করোনার টিকা গ্রহণ করেছেন।

তার পূর্বে ব্যাপক সংখ্যক জনগণকে টিকা দিয়েছেন এবং বিপুল পরিমাণ টিকার সংস্থান করেছেন। যে নাগরিকই চাইবেন, তিনিই বিনা তদ্বিরে টিকা নিতে পারেন।

একেই বলে দায়িত্বশীলতা, একেই বলে দায়বদ্ধতা

বাংলাদেশের সকল জনপ্রতিনিধি ও প্রজাতন্ত্রের সকল কর্মচারী, দয়া করে দেশের প্রধান নির্বাহীর নিকট থেকে শিক্ষা নিন। লাখো শহীদের রক্তবিধৌত বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা কেউই লর্ড নই, আমরা বেতনভুক্ত বা সম্মানীপ্রাপ্ত সেবক মাত্র। আমরা সবাই রাষ্ট্র ও জনগণের নিকট দায়বদ্ধ। আসুন সবাই দায়িত্বশীল হই।

(লেখক জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)