একের পর এক মৃত্যুর হুমকি, বাড়িতেই জন্মদিন পালন করলেন সালমান

একের পর এক মৃত্যুর হুমকি, বাড়িতেই জন্মদিন পালন করলেন সালমান

বিনোদন ডেস্ক : প্রতি বছরই নিজের ফার্মহাউসে জন্মদিনে বিশেষ আয়োজন করেন সালমান খান। কিন্তু এ বছর আর তেমনটা হলো না। পরিবার এবং বন্ধুদের নিয়ে নিজের বাড়িতেই এই দিনটা পালন করেছেন বলিউডের ‘ভাইজান’।

একের পর এক মৃত্যুর হুমকি, বাড়িতেই জন্মদিন পালন করলেন সালমান

এ বছরও নাকি পানভেলে নিজের ফার্মহাউসে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সবসময় তো পরিকল্পনা মাফিক সব কিছু হয় না। বছরের শুরু থেকে একের পর এক মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান। তারপর থেকে তার পরিবারের সবাই খুব চিন্তিত। আর সে কারণেই এবার কোনো ফার্মহাউস নয়, নিজের বাড়িতেই পালিত হলো সালমানের জন্মদিন।

বুধবার (২৭ ডিসেম্বর) ছিল সালমানের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ভরে উঠেছিল শুভেচ্ছার বন্যায়। সহকর্মী থেকে ভক্তরা সবাই প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের ঘনিষ্ঠ বন্ধুরা। তার বান্দ্রার বাড়িতেই বসেছিল আসর। জন্মদিনের অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রণ পাননি। শুধু তাই নয়, বাড়ির বাইরে মিডিয়া এবং আলোকচিত্রীদের ওপরও ছিল কড়া নিষেধাজ্ঞা। কারো ছবি তোলার অনুমতিও ছিল না।

সম্প্রতি সালমান বলেছিলেন, কড়া নিরাপত্তা নিয়ে আমি সর্বত্র যাতায়াত করছি। জীবনে যদিও যেটা হবার সেটি হবেই। তবে সৃষ্টিকর্তা আছেন। আমার চারপাশে এখন অনেক গার্ড। সবার হাতে বন্দুক। মাঝে মাঝে আমিই ভয় পেয়ে যাই।’ মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে ওয়াই প্লাস নিরাপত্তা নিয়েই সব জায়গায় যান ‘ভাইজান’।