দেশের নির্বাচনী ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে চির শত্রুতার সৃষ্টি করে একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন। সেখানে বরিশালের বানারীপাড়ায় ইউপি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী একে অপরকে ভোট দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী সুধীর রায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. রহমানের মোরগ প্রতীকে এবং আ. রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুধীর রায়ের আপেল প্রতীকে ভোট দেন। তারা একত্রে কেন্দ্রে প্রবেশ করে প্রকাশ্যে একে অপরকে ভোট দেন।
এছাড়া দুপুরে তারা একসঙ্গে বসে খাবার খান এবং ভোটগ্রহণের পুরোটা সময় তারা স্কুল মাঠে পাশাপাশি চেয়ারে বসে ভোটারদের ইশারায় আকৃষ্ট করার চেষ্টা করেন। তাদের উদারতার এ বিষয়টি ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলে। দুজনই তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু বেলা শেষে ভোট গণনার পরে প্রতিদ্বন্দ্বি আ. রহমানের চেয়ে ১০৬ ভোট বেশি পেয়ে সুধীর রায় দ্বিতীয় বারের মতো বিজয়ের হাসি হাসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।