আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে একটি অটোতে একজন কিংবা পাঁচজন নয়, পাওয়া গেল ২৭ যাত্রীকে। রাস্তায় দায়িত্ব পালনের সময় এ দৃশ্য সামনে আসে রাজ্য পুলিশের। খবর এনডিটিভি।
নিয়মিত রাস্তায় দায়িত্ব পালন করছিলেন উত্তরপ্রদেশ পুলিশ। এ সময় একটি অটো দেখে থামতে বলেন পুলিশ কর্মকর্তা। যাত্রী গণনা করে পুলিশের চোখ চড়কগাছ। যাত্রী গণনা করে পুলিশ কর্মকর্তা দেখতে পান এতে ২৭ জন যাত্রী রয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একে একে ২৭ যাত্রী নেমে আসছেন অটো থেকে।
সাধারণত অটোরিকশায় যাত্রী ধারণ ক্ষমতা ৬ জন। কিন্তু এর অন্তত ৪ গুণ বেশি যাত্রী বহন করছিলেন ওই চালক।
যাত্রীদের মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও ছিল। এক পথচারী ঘটনাটি ভিডিও করেন আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পুলিশ কর্মকর্তারা স্পিড গান নিয়ে দায়িত্ব পালনের সময় ফতেহপুরের বিন্দকি কোটওয়ালি এলাকায় অটোরিকশাটি থামায়। অতিরিক্ত গতিতে চলতে থাকা অটোরিকশাটি ধাওয়া দিয়ে থামানো হয়। পরে যখন যাত্রীদের নামতে বলে চার গুণ বেশি যাত্রী দেখে তারা হতবাক হয়ে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।