আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৈরি হয়েছে করোনা টেস্ট কিট। এলিজা নামের এই কিট পুনের একটি ল্যাবে তৈরি করা হয়েছে। এই কিটের মাধ্যমে অন্যান্য কিটের তুলনায় কম খচরে এবং কম সময়ে করোনা টেস্ট করা যাবে।
রোববার (১০ মে) এ তথ্য জানান ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কিটটি তৈরি করেছে পুনে ইন্সটিটিউট অফ ভাইরোলজি। এরই মধ্যে টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
জানা গেছে, এলিজা নামে একটি কিট থেকে একসাথে ৯০ জনের টেস্ট করা যাবে। শুধু তাই নয়, মাত্র আড়াইঘন্টায় ৯০ টি টেস্ট করতে পারবে এলিজা নামের এই কিট।
এরই মধ্যে টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ল্যাব কতৃপক্ষের দাবি এটি একেবারেই তাদের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি। যেসব জায়গায় করোনার প্রকোপ বেশি সেখান এই টেস্ট কিট আপাতত ব্যবহার করা হবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।