স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে গোলকোস্ট কমনওয়েলথ গেমসের ক্যাম্প চলাকালীন পরিচয় হয় দুই এথলেটের।
তারা হচ্ছেন আল-আমিন ও নিশা। ক্যাম্পচলাকালীন একে অপরের কাছাকাছি হন, সম্পর্ক গড়ায় প্রেমে।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ১৬ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই প্রেমযুগল। ঢাকার কেরানীগঞ্জে সংসার পেতেছেন দুই ক্রীড়াবিদ।
এমন প্রেমকাহিনির সফল পরিণতির অনেক উদাহরণ আছে দেশে। তবে আল-আমিন ও নিশা জুটির একটি বিষয় অভিনব।
সেটি হলো এক গেমসে পরিচয় হয়েছে তাদের। পরের গেমসে স্বর্ণ জয় করলেন এই দম্পতি।
বিয়ের পর দুইজনই অংশ নিয়েছেন সর্বশেষ নেপাল এসএ গেমসে। আল-আমিন পেয়েছেন ব্রোঞ্জ আর নিশা রৌপ্য। তাও আবার একই দিনে।
দুজনেই কৃতিত্ব দেখিয়েছেন আলাদ আলাদা ডিসিপ্লিনে। আল-আমিন স্বর্ণ জিতেছেন বক্সিংয়ে, নিশা ভারোত্তোলনে।
রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বক্সিং ইভেন্টে ৬৪ কেজি লাইট ওয়েটারে স্বর্ণ জেতেন আল-আমিন। একই দিনে ময়মনসিংহ জেলা জিমন্যাশিয়ামে ভারোত্তোলনের ৭৬ কেজিতে স্বর্ণ জেতেন নিশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।