এক চার্জেই টানা ১৫ ঘণ্টা চলবে লেনোভোর এই ল্যাপটপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপের বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো এবার বাজারে এনেছে তাদের আধুনিক প্রযুুক্তির ল্যাপটপ। লেনোভো থিংকপ্যাড ই১৪ মডেলের ল্যাপটপটি ইউরোপের বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপটি একবার চার্জে ১৫ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে।

লেনোভো থিংকপ্যাড ই১৪ ল্যাপটপ

লেনোভো থিংকপ্যাড ই১৪ ল্যাপটপে রয়েছে, ১৪ ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। সুপার পারফরম্যান্সের জন্য রয়েছে এএমডি রেডিয়ন আরএক্স ভেগা ৭ গ্রাফিক্স এবং হেক্সা-কোর এএমডি রাইজেন ৫ ৫৬২৩ইউ প্রসেসর।

বুকের সাইজ নিয়ে বিপদে সায়ন্তনী

ডিভাইসটিতে স্টোরেজ থাকছে, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি রম। অন্যান্য ফিচারে থাকছে, উইন্ডোজ হ্যালো, ডুয়াল অ্যারে মাইক্রোফোন, ডলবি অডিওসহ দুটি ২ ওয়াটের হারমান স্পিকার এবং একটি ফুল-এইচডি আইআর ওয়েবক্যাম। এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ল্যাপটপের কানেক্টিভিটিতে পাওয়া যাবে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই সকেট এবং একটি ৩.৫মিমি হেডফোন বা মাইক জ্যাক।

‘বাহুবলি ৩’ নিয়ে যা জানালেন প্রভাস

পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ল্যাপটপ ১৫.৮ ঘণ্টা পর্যন্ত টানা ব্যবহার করা যাবে। ব্যবহার করা হয়েছে ল্যাপটপে র‍্যাপিডচার্জ টেকনোলজি, যা এক ঘণ্টার মধ্যে ব্যাটারিকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। সহজে বহনযোগ্য যার ওজন ১.৬৭ কেজি। লেনোভো থিংকপ্যাড ই১৪ ল্যাপটপের দাম ৭১৯ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার টাকা।