Advertisement
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলা আরো ৪৩ জন করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এখন পর্যন্ত জেলায় মোট ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭৭ জনের ফলাফলে পজিটিভ পাওয়া গেছে এবং তাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।