Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরি নিয়ে যখন সর্বত্র অনিয়ম দুর্নীতির অভিযোগ, ঠিক তখন পিরোজপুরে মাত্র এক টাকার বিনিময়ে দুজনের সরকারি চাকরি মিলেছে।
জেলা সার্কিট হাউজে পরিচ্ছন্নতা কর্মী ও মালী পদে দুইজনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৫০ টাকা খরচ করে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আবেদন করেন, মো. আল-আমিন হাওলাদার আর মালি পদে আবেদন করেন মো.মনিরুল ইসলাম।
গতকাল তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় ৫০ টাকার মধ্যে ৪৯ টাকা ফেরত দেন জেলা প্রশাসক। এছাড়া পরিবারের সদস্যদের জন্য নতুন জামাও তুলে দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।