জুমবাংলা ডেস্ক : মহামারী করোনা দুর্যোগের মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক মাত্র এক টাকার বিনিময়ে সরকারি চাকরি দিলেন দুই সরকারি চাকরি প্রত্যাশীকে।
বুধবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ওই দু’জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
চাকরিপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সার্কিট হাউজের পরিচ্ছন্নতা কর্মী পদে মো. আল-আমিন হাওলাদার। তিনি পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার মৃত মো. মন্নান হাওলাদারের ছেলে এবং পিরোজপুর সার্কিট হাউজের মালি পদে মো. মনিরুল ইসলাম। তিনি সদর উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে।
জেলা প্রশাসক এ সময় সরকারি চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র, মিষ্টি, ফুলের তোড়া ও পরিবারের সদস্যদের জন্য ঈদের নতুন পোশাক ও ৪৯ টাকা উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা ছিদ্দিকী ও অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, জেলা সার্কিট হাউজের পরিচ্ছন্নতা কর্মী ও মালী পদে দুইজনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। সেই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে পরিচ্ছন্নতা কর্মী পদে ওই দুইজনকে চাকরি দেয়া হল। ওরা দুইজনই অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে চাকরির জন্য নিয়োগের আবেদন করে ছিল। আর আজ তাদের নিয়োগপত্র প্রদানের সময় তাদেরকে উপহার হিসেবে ওই ৪৯ টাকা ফেরত দেয়া হয়, যার ফলে তারা তাদের যোগ্যতা বলে মাত্র এক টাকায় এ সরকারি চাকরি পেল।
নিয়োগপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম বলেন, সরকারি চাকরি এখন মানুষের কাছে সোনার হরিণের মতো, আর আমাদের এই চাকরি পেলাম মাত্র এক টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।