স্পোর্টস ডেস্ক : ভম্বল শীলের বয়স ৩৫। অদ্ভুত হলেও সত্য এক ঘুমেই ভম্বল কাটিয়ে দেন টানা সাতদিন। এমন কি টয়লেটে গেলেও টানা দু-তিনদিন ঘুমিয়ে থাকেন তিনি।
শুধু ঘুম নয়, ভম্বল একবারেই খেতে পারেন ১০ জনের খাবার। গোসল করেন কয়েক ঘণ্টা। তবে তার চলাফেরা বা কথাবার্তা শুনে বোঝার কোনো উপায় নেই ভম্বল শীল এমন।
ভম্বলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজে’লার কৃঞ্চপুর গ্রামে। প্রায় ২০ বছর ধরে এমন অস্বাভাবিক জীবন-যাপন করছেন এ যুবক।
চিকিৎসকরা জানান, এটি একটি জটিল মানসিক রোগ। ভালো চিকিৎসা পেলে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। তবে চিকিৎসা করানোর মতো সেই টাকা নেই ভম্বল শীলের পরিবারের।
স্বজনরা জানান, বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটান ভম্বল শীল। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝে মধ্যে উঠে টয়লেটে যান। তবে সেখানে গিয়েও ঘুমিয়ে পড়েন। টানা দু-তিনদিন টয়লেটেই কাটে। গোসলের জন্য একবার পুকুরে নামলে সকাল পেরিয়ে বিকেল হয়।
ছোটবেলা থেকে স্বাভাবিকই ছিলেন ভম্বল। ১৫ বছর বয়স পার হলে ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে থাকে। তবে টাকার অভাবে ভম্বলের সুচিকিৎসা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।