আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই কাশ্মীর তার প্রথম বৈদ্যুতিক ট্রেন পেতে প্রস্তুত। এই মাসের শেষের দিকে ১৩৭ কিলোমিটার বানিহাল-বারামুল্লা রেল করিডোরে ট্রায়াল চালানোর পরে অক্টোবরের ২ তারিখ শুরু হবে রেলের পরিষেবা।
বারামুল্লা-বুদগাম সেক্টরে বিদ্যুতায়নের কাজ এই বছরের মে-জুন মাসে শেষ হয়েছিল, এছাড়া বুদগাম-বানিহাল সেক্টরের কাজও শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন কাশ্মীর উত্তর রেলওয়ের চিফ এরিয়া ম্যানেজার সাকিব ইউসুফ।
তিনি বলেন, ইলেকট্রিক রেল লিঙ্কের বাধ্যতামূলক প্রিন্সিপাল চিফ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার (পিসিইই) পরিদর্শন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং গান্ধী জয়ন্তীতে প্রকল্পটি উদ্বোধন করা হবে।
প্রকল্পটিতে মোট ব্যয় হয়েছে ৩২৪ কোটি টাকা এবং ১৩৭ কিলোমিটার রেলপথে তিনটি প্রধান উপকেন্দ্র রয়েছে – কাজিগুন্ড, বুদগাম এবং বারামুল্লা। সেই উপকেন্দ্র থেকে রেল লাইনের ওভারহেড সরঞ্জামগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বানিহাল-বারামুল্লা বিভাগে দশটি পাওয়ার সুইচিং স্টেশনও থাকবে।
বিশেষজ্ঞরা আশা করছেন রেলে বিদ্যুতায়ন সংযোজন বায়ু দূষণ বহুগুণ কমিয়ে আনবে এবং এটি অপারেশনাল খরচ ৬০ শতাংশ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রেন পরিষেবার জন্য ওভারহেড বিদ্যুতায়ন জুন ২০১৯ সালে শুরু এবং এটি ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে, কোভিড -১৯ মহামারীতে বিলম্বের কারণে প্রকল্পটির কাজ কেবলমাত্র গত বছর শুরু হয়েছিল।
ভারত সরকার ট্রেন পরিষেবার মাধ্যমে কাশ্মীরকে কন্যাকুমারী পর্যন্ত সংযুক্ত করার পরিকল্পনা করেছে এবং এই প্রকল্পের কাজ কয়েক বছর ধরে চালু আছে। তবে, ট্রেনটির গন্তব্যস্থল পাহাড়ি অঞ্চল হওয়ায় এর কর্মকান্ডে কিছুটা বিলম্বিত হয়েছে।
কয়েক দশক ধরে স্থানীয়দের স্বপ্ন ছিল পাহাড়েঘেরা অঞ্চলটির সাথে দেশের অন্যান্য প্রদেশগুলোর সাথে রেল পরিষেবার মাধ্যমে সংযুক্ত হওয়ার। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই।
চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।