বিনোদন ডেস্ক : ফার্স্ট লুক সামনে এসেছিল বৃহস্পতিবার। পরের দিন শুক্রবারই তার আগামী ছবি ‘থাপ্পড়’-এর ট্রেলার প্রকাশ করলেন তাপসী পান্নু। সোশ্যাল ইস্যু নিয়ে একের পর এক ছবিতে অভিনয় করা তাপসীকে এবার দেখা যাবে অন্যরকম লুকে। এক সুখী বিবাহিত মহিলার জীবন কী ভাবে একটি থাপ্পড়ে বদলে যাবে, তারই ঝলক ধরা পড়েছে এই ছবির ট্রেলারে।
আপাত সুখী বিবাহিত জীবনে একটি থাপ্পড় হয়ে যায় টার্নিং পয়েন্ট। সেই কারণেই ছবির নাম ‘থাপ্পড়’। ট্রেলারে দেখা যাচ্ছে, একটি পার্টিতে সহকর্মীদের সঙ্গে গোলমালের জেরে তাপসীর স্বামী তাকে সবার সামনে একটি থাপ্পড় মারেন। তাপসী ট্রেলার শেয়ার করে ছবিরই একটি সংলাপ তুলে ধরেছেন ক্যাপশনে, ‘হাঁ ব্যস এক থাপ্পড়, পর নেহি মার সাকতা।’
ট্রেলারে আরও দেখা যায়, তাপসীর আইনজীবীও তাকে অবাক হয়ে প্রশ্ন করছেন যে বিবাহিত সম্পর্কে যদি আরও কোনো সমস্যা না থাকে, তাহলে একটিমাত্র থাপ্পড়ের জন্য কেন তিনি ডিভোর্স করবেন। একজন সুখী বিবাহিত মহিলা কী ভাবে জীবনের কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে অপ্রত্যাশিত লড়াই কাঁধে তুলে নেন, সেই চিত্রই ধরা পড়েছে ট্রেলারে। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘থাপ্পড়’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।