স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার সময়টা কাটছে উত্থান-পতনের মধ্য দিয়ে। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরি পেয়েছেন, কিন্তু বাকি তিন ম্যাচে ছিলেন যাচ্ছেতাই।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮০ আর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলা রোহিত বাকি তিন ম্যাচে করেছেন ১২, ৮ আর ৬। ৬ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচে।
আজ (মঙ্গলবার) রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাই রানে ফেরার বাড়তি তাড়া থাকবে রোহিতের। সামনে আবার তিন-তিনটি রেকর্ড গড়ার সুযোগ। দিনটা আজ হতে পারে শুধুই রোহিতের।
একে একে রেকর্ডগুলো কি দেখা যাক। রোহিত শর্মা তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত হাফসেঞ্চুরি করেছেন ৩৮টি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি হাফসেঞ্চুরি আছে কেবল সুরেশ রায়নার।
চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান এবার আইপিএলে খেলছেন না। তিনি ৩৯টি হাফসেঞ্চুরি করেছেন। অর্থাৎ আজ হাফসেঞ্চুরি করতে পারলেই রোহিত ছুঁয়ে ফেলতে পারবেন রায়নাকে। তখন যৌথভাবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি হবেন সর্বোচ্চ হাফসেঞ্চুরির মালিক।
হাফসেঞ্চুরিয়ানদের এই তালিকায় অবশ্য এক নম্বরে উঠতে হলে আরও কিছুটা পথ পারি দিতে হবে রোহিতকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার, তার ফিফটির সংখ্যা ৪৫টি।
রোহিত যদি আজ ফিফটি করে ইনিংসটা ৮২ পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবে আরেকটি রেকর্ডে নাম লেখাবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজারি ক্লাবে ঢুকে যাবেন মুম্বাই অধিনায়ক।
তবে রান না পেলেও আজ মাঠে নামলেই একটি রেকর্ড অবধারিতভাবে হয়ে যাবে তার। সেখানেও পেছনে ফেলবেন সুরেশ রায়নাকে। রায়নার মতো আইপিএলে রোহিতের খেলা ম্যাচের সংখ্যা এখন ১৯৩। আজ ১৯৪তম ম্যাচ খেলবেন রোহিত।
অবশ্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় দুই নম্বরে ওঠে এলেও শীর্ষে যাওয়া কঠিন হবে রোহিতের জন্য। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৯৫ ম্যাচ)। ধোনি চোট বা অন্য কোনো সমস্যায় ম্যাচ মিস না করলেও এই এক ম্যাচ এগিয়েই থাকবেন রোহিতের থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।