বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারের অন্তত ৩ হাজার ৭০০ কর্মপদ বাতিল করতে যাচ্ছেন ইলন মাস্ক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার প্রায় অর্ধেক কমিয়ে আনতে যাচ্ছে টুইটার। ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার এ-সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্লুমবার্গকে এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার ছাঁটাইকৃত কর্মীদের এ ব্যাপারে জানানো হবে বলেও ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যে কোনো স্থান থেকে কাজ করার বিদ্যমান নীতি পাল্টে দিতে চান ইলন মাস্ক। ফলে এখন থেকে কর্মীদের অফিসে এসে নিজেদের কাজ করতে হবে। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে।
এক টুইটে ১ নভেম্বরের আগে কর্মী ছাঁটাই করতে পারেন এমন একটি প্রতিবেদনকে অস্বীকার করেছেন ইলন মাস্ক। নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, পুঁজিবাজারের বকেয়া অনুমোদন এড়াতে এমনটা করতে পারেন টুইটারের নতুন এই শীর্ষ ব্যক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।