জাতীয়>>
প্রায়শই ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে আলোচিত হচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী : জাতিসংঘে প্রধানমন্ত্রীজুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজকাল প্রায়শই ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে আলোচিত হচ্ছে।
সরকার দুর্নীতি দূর করে সুনীতি প্রতিষ্ঠা করতে চায় : আইনমন্ত্রী : সরকার দুর্নীতি দূর করে সুনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে শনিবার মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। খবর ইউএনবি’র।
২০৩০ সালে এদেশে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না : অর্থমন্ত্রী : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালে এদেশে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না।
বাংলাদেশকে ভোট না দিয়ে মধ্যস্থতার আশ্বাস দিল চীন : রোহিঙ্গাসহ মিয়ানমারে সংখ্যালঘুদের ওপর ভয়াবহ নির্যাতন-নিপীড়নের আন্তর্জাতিক তদন্ত ও বিচারের আহ্বানসংবলিত ইইউ ও ওআইসির যৌথ প্রস্তাব ৩৭-২ ভোটে গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদে।
এনআরসি নিয়ে উদ্বেগের কিছুই নেই : হাসিনাকে মোদি : জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন ৩৬০ ডেঙ্গু রোগী : এডিস মশার কামড় থেকে ডেঙ্গু জ্বরের শিকার হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন নতুন রোগী।
ক্যাসিনোর আসামিদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা : ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত আসামিদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোল সীমান্তসহ পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খবর ইউএনবি’র।
ভারতে আজ থেকে বাংলাদেশের ৫০০ টন ইলিশ যাওয়া শুরু : তিস্তার পানি বিতর্কের জের ধরে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ।
পদ্মার পানি বৃদ্ধিতে ১০ হাজার পরিবার পানিবন্দী : পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জেলার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামের ১০ হাজারেরও বেশী পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
আন্তর্জাতিক>>
আফগানিস্তানে নির্বাচন বানচালে জঙ্গি হামলা : আফগানিস্তানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে জঙ্গিরা দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা এসব বিস্ফোরণ ঘটায়।
জাতিসংঘে ভাষণে নিষেধাজ্ঞার লাগাম টেনে ধরার আহ্বান মাহাথিরের : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বৃহত্তরভাবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে ইরানের সাথে বিশ্বের সকল দেশের বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সমালোচনা করেন। খবর এএফপি’র।
নাইজেরিয়ায় ৫০০ কিশোর উদ্ধার : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা থেকে প্রায় পাঁচশ নির্যাতিত পুরুষ ও কিশোরকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।
সৌদিতে আরও সেনা-সমরাস্ত্র মোতায়েন করলো যুক্তরাষ্ট্র : সৌদি আরবে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার পর দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরদার করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার চেয়েও চীন বড়ো হুমকি: জাপান : উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের চেয়েও চীনের বর্ধিষ্ণু সামরিক বাহিনী জাপানের জন্য বড়ো হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে দেশটির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় সতর্ক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।