জাতীয়>>
যেকোন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত রাখতে চাই : প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, তিনি বাংলাদেশকে এমনভাবে প্রস্তুত রাখতে চান, যাতে যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারে। খবর ইউএনবি’র।
দ্রুত মামলা নিষ্পত্তিতে সরকার নজির স্থাপন করেছে : আইনমন্ত্রী : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সিলেটের শিশু রাজন ও খুলনার শিশু রাকিব হত্যার বিচার দ্রুততম সময়ে শেষ করে সরকার বিচার ব্যবস্থায় নজির স্থাপন করেছে।
আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়: ওবায়দুল কাদের : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়, তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
এক মাসের মধ্যে রাজিবের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ : রাজাধানীতে দুই বাসের চাপায় হাত হারানো রাজিবের পরিবারকে আগামী এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুয়েট প্রশাসনের সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চান আবরারের বাবা : ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ বলেছেন, ‘শিক্ষার্থীদের শান্ত করার কৌশল হিসেবে যদি সব দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে আমার ছেলের রক্তের সাথে বেঈমানি করা হবে।’ খবর ইউএনবি’র।
জামিন পেয়েছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং বন্ধ : জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খবর ইউএনবি’র।
ফের পেঁয়াজের বাজারে আগুন : মসলা জাতীয় পণ্য পেঁয়াজের দাম ফের আকাশচুম্বী।
আন্তর্জাতিক>>
জাপানে টাইফুনে ১৮ জনের প্রাণহানি : ৬০ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী টাইফুন বয়ে যাচ্ছে জাপানের ওপর দিয়ে।
টাকার অভাবে লিফট-এসি বন্ধ জাতিসংঘের : বিদ্যুৎ খরচ কমাতে এবার এসক্যালেটর, এয়ারকুলার ও ওয়াটার কুলার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
নেপালকে সংযুক্ত করতে যে ঘোষণা চীনের প্রেসিডেন্টের : শনিবার রাতে প্রেসিডেন্ট শি জিন পিং তার সম্মানে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর দেয়া এক নৈশ ভোজসভায় এ ঘোষণা দেন। ইয়ন।
ইকুয়েডরে কারফিউ, আটক ৩৪ : ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো রাজধানী কুইটো ও এর আশেপাশে কারফিউ জারি ও সামরিক নিয়ন্ত্রণের নির্দেশ জারি করেছেন।
সিরিয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় ট্রাম্প : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি নিজেকে ‘বিচ্ছিন্ন দ্বীপের একমাত্র ব্যক্তি’ বলেও মনে করেন। খবর ইউএনবি’র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।