জাতীয়>>
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩ শতাংশ : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।
উচ্চমাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো ও গ্রহণযোগ্য : প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন, শিক্ষার্থীরা আরো মনোযোগী হলে ভবিষ্যতে তারা আরো ভাল ফল করতে পারবে।
আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা : শিক্ষামন্ত্রী : আগামী বছর থেকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খবর ইউএনবি’র।
বঙ্গবন্ধু হাই-টেক পার্ক উন্নয়নে বরাদ্দ আরও ৩৪৪ কোটি টাকা : গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কের অবকাঠামো উন্নয়নে আরও ৩৪৪ কোটি টাকা বিনিয়োগ করল বাংলাদেশ সরকার।
‘বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না হলে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়’ : গত সোমবার কুমিল্লায় আদালতে এজলাসে বিচারকের সামনেই ছুরিকাঘাতে এক যুবককে হত্যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রশ্ন তুলে বলেছে, ‘আদালতে কী নিরাপত্তা দিচ্ছে পুলিশ!
‘ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ডিএসসিসি’র সঙ্গে কাজ করবে’ : ডেঙ্গু রোগ মোকাবিলায় ঢাকা সিটির পাশে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
দ্রুতই বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া : বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
পল্টনের ট্রপিকানা টাওয়ারে আগুন : রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
রিফাত শরিফ হ’ত্যা মামলা : ৫ দিনের রিমান্ডে মিন্নি : বরগুনার বহুল আলোচিত রিফাত শরিফ হ’ত্যা মামলায় গ্রেফতার হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৫ দিনের রি*মান্ড দিয়েছে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, সরিয়ে নেয়া হয়েছে ৪ লাখ মানুষ : গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আন্তর্জাতিক>>
‘বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটি’ : ২০১৮ সালে বিশ্বের ৮২ কোটি মানুষ পেটে ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে গিয়েছেন।
হিন্দু ছাত্রীকে কুরআন বিলির নির্দেশ দিয়েছেন ভারতের আদালত : ভারতের ঝাড়খণ্ডে হিন্দু ধর্মাবলম্বী এক কলেজ ছাত্রীকে ৫টি কুরআন কিনে একটি ইসলামিক সংগঠনে গিয়ে তা বিলি করতে নির্দেশ দিয়েছে রাজ্যের একটি আদালত।
৪৫৬ জনের মৃত্যুর পর ফিলিপাইনে ‘ডেঙ্গু অ্যালার্ট’ ঘোষণা : সাড়ে চারশোর বেশি মানুষ মারা যাওয়ার পর ‘জাতীয় ডেঙ্গু অ্যালার্ট’ ঘোষণা করেছে ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
‘পরমাণু চুক্তি ব্যর্থ হলে অস্তিত্ব সংকটে পড়বে মধ্যপ্রাচ্য’ : ইরান পরমাণু চুক্তির যতটুকু লঙ্ঘন করেছে, তা তেমন গুরুতর নয় এবং সেটি সংশোধনযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘেরিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।