জুমবাংলা ডেস্ক : এও কী সম্ভব? এক প্যাকেট আঙুরের দাম নাকি ১১ লাখ টাকা! এমন একটি খবর সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে পরিণত হয়েছে। আসলেও কী তাই?
এক প্যাকেট আঙুর, যার ওজন সর্বসাকুল্যে ৫০০ গ্রামের মতো। দাঁড়িপাল্লায় তুললে ৪৮০ গ্রাম হবে। থোকায় গুনলে ২৪টি আঙুর হবে। এর দাম বাজারে কতো হতে পারে তা কী আপনি জানেন? হাজার টাকা বা দুই হাজার টাকা হতে পারে হয়তো। কিন্তু তার বেশি হওয়ার কথাই নয়।
তবে আশ্চর্যের বিষয় হলো এই আঙুর সেই আঙুর নয়। সবাই যে নাম শুনেছেন তাও সেটি নয়। এই আঙুরটি মূলত ‘রুবি রোমান’ নামেই পরিচিত। আঙুর হিসেবে অত্যন্ত রসালো এটি। এর আর দাম কতো জানেন?
এক প্যাকেট আঙুরের দাম ১.২ মিলিয়ন ইয়েন। অর্থাৎ টাকার হিসাবে প্রায় ১১ লাখ টাকা! সম্প্রতি জাপানের এক নিলামে এই দামেই বিক্রি হয়েছে একথোকা রুবি রোমান বা আঙুর। এটি কিনেছেন জাপানি ‘হট স্প্রিং ইনস’র ম্যানেজার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।