ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। একাধিক অ্যাকাউন্টের জন্য একাধিক স্মার্টফোন ব্যবহার করা যেমন কষ্টকর, তেমনি ব্যয়বহুল। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করা যায়। এতে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয় না। চাইলে একটি ফোনেই দুইটি হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব। একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
কীভাবে এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালাবেন?
১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।
৩. Settings-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন বেছে নিতে হবে।
৪. অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।
৫. শর্তাবলী অ্যাগ্রি করে কন্টিনিউ ট্যাপ করতে হবে।
৬. এবার আরেকটা নম্বর দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে হবে।
দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড তো হয়ে গেল, এবার দুটো অ্যাকাউন্টের মধ্যে কীভাবে স্যুইচ করতে হয়, সেটাও দেখে নেওয়া যাক।
১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।
৩. সুইচ অ্যাকাউন্টসে ট্যাপ করতে হবে।
৪. যে অ্যাকাউন্টে লগইন করা দরকার সেটা বেছে নিলেই হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।