Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, এক বছরের জন্য জরুরি অবস্থা জারি থাকার পর সে দেশে নির্বাচন দেওয়া হবে। আজ সোমবার অভ্যুত্থানে দেশটির ক্ষমতা গ্রহণের পর এ তথ্য জানালো মিয়ানমার সেনাবাহিনী।
এদিকে অং সান সুচিসহ সে দেশের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে জাপান।
সেনাবাহিনী নিয়ন্ত্রিত মাওয়াদি টিভিতে আজ সোমবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। এরপর সেই টেলিভিশনেই জানানো হয়, এক বছর পর নির্বাচন দেওয়া হবে। বর্তমানে দেশটির ক্ষমতা চলে গেছে সেনাবাহিনীর প্রধানের হাতে। সূত্র : দ্য নিউজ ট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।