Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকার ঘোষণা দিয়ে স্বর্ণ বৈধ করার যে সুযোগ দিয়েছিল, তাতে দাম স্থিতিশীল হবে বলে ভোক্তাদের প্রত্যাশা ছিল। বরং হয়েছে উল্টো। এক বছরে অলংকার তৈরির এই ধাতুর দাম বাড়ানো হয়েছে ভরিতে সাড়ে ১০ হাজার টাকার বেশি।
জুয়েলারি মালিক সমিতি বলছে, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রতিবেদন থেকে জানা গেছে, গত এক বছরে দশ বারে স্বর্ণের মোট দাম বাড়ানো হয়েছে ১০ হাজার ৫৫৬ টাকা।
২০১৮ সালের ৬ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা ৪৮ পয়সা। ২০১৯ সালের ২৭ আগস্ট সেই একই মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।