আন্তর্জাতিক ডেস্ক : একটি জেটবিমানের ফ্লাইটে উঠলেন একজন আরোহী পল উইলকিনসন। তার বাড়ি ল্যাঙ্কাশায়ারের সেইন্ট অ্যানেসে। তিনি পর্তুগালের ফারো থেকে ৩০শে মার্চ বেলফাস্টে যাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে। বিমানের ভিতরে পা রেখেই তিনি চমকে গেলেন। ভিতরে আর কোনো যাত্রী নেই! তিনি একাই যাত্রী হিসেবে উঠেছেন। পুরো বিমান ফাঁকা। ৬৫ বছর বয়সী পল বিস্মিত হলেন। তিনি স্টাফদের কাছে জানতে চাইলেন তার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে কিনা। কিন্তু তারা তাকে বললেন, তিনি মোটেও বিলম্ব করেননি। তাদের কাছে তিনি ভিআইপি গেস্ট।
আর পুরো বিমানে তিনি একাই যাত্রী। এ কথা শুনে পল বলেন, এ সময় আমার মনে হচ্ছিল পুরো এই প্রাইভেট জেট বিমানটি মনে হচ্ছিল আমার নিজের।
কেউ একজন তাকে বললেন, এখানে ২৮ গাজার পাউন্ডে তিনি পাচ্ছেন এই বিমানটি। এটা সম্ভবত আর কখনো ঘটবে না। তিনি বলেন, গেটে কোনো হুড়োহুড়ি নেই। এ অবস্থা দেখে আমার কাছে অবাক লেগেছে। একজন স্টেওয়ার্ডস এগিয়ে এসে বললেন, ও মিস্টার পল, আজ আপনি আমাদের ভিআইপি। আপনি নিজের মতো করে এই যাত্রা উপভোগ করুন। আসলে আমি মনে করেছিলাম আমার দেরি হয়ে গেছে। না হয় আমার ফ্লাইট বাতিল হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।