রাজবাড়ীতে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়া এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোয়াল মাছ। যার দাম হয়েছে ২৪ হাজার টাকা।
সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ এলাকার জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। এক ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাটে আড়তে বড় বড় মাছ বিক্রি হয়। সেখান থেকে কম টাকায় মাছ কিনে ঢাকাসহ বিভিন্ন জাগায় বেশি দামে বিক্রি করে লাভবান হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।