আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের সব ভিক্ষু মাদকাসক্ত হয়ে পড়ায় তাদেরকে মাদক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর ফলে ওই মন্দিরটি ভিক্ষুশূন্য হয়ে পড়েছে। মঙ্গলবার একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
জেলা কর্মকর্তা বুনলার্ট থিন্তাপথাই জানিয়েছেন, সোমবার ফেচাবুন প্রদেশের বুং স্যাম ফান জেলার একটি মন্দিরের চার জন ভিক্ষুর মাদক পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, এরা সবাই মেথামফেটামিন সেবন করতেন। ভিক্ষুদের মাদক পুনর্বাসনের জন্য একটি স্বাস্থ্য ক্লিনিকে পাঠানো হয়েছে।
তিনি বলেছেন, ‘মন্দিরটিতে এখন কোনো ভিক্ষু নেই এবং আশেপাশের গ্রামবাসীরা উদ্বিগ্ন যে, তারা কোনো অর্চনা করতে পারবে না।’
বুনলার্ট জানিয়েছেন, গ্রামবাসীদের তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালনের অনুমতি দেওয়ার জন্য মন্দিরে আরো সন্ন্যাসী পাঠানো হবে।
জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত অফিসের মতে,মিয়ানমারের অশান্ত শান রাজ্য থেকে লাওস হয়ে মেথামফেটামিন পাচারের জন্য একটি প্রধান ট্রানজিট দেশ থাইল্যান্ড। দেশটির বিভিন্ন সড়কে প্রতি পিস মেথামফেটামিন মাত্র ২০ বাথে (৫০ সেন্ট) বিক্রি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।