এক মাসে অর্ধ কোটি টাকার বরই বিক্রি করেন সিদ্দিক!

জুমবাংলা ডেস্ক: কুল ফাগুনে পাকলেও টাঙ্গাইলের সখীপুরের চাষি সিদ্দিক হোসেনের বাগানের বরই পাকে অগ্রহায়ণে। আগাম জাতের টক বরই চাষে তিনি সফল হয়েছেন। তার ৪টি বরই বাগানের প্রতিটি গাছেই বরই এসেছে। ইতোমধ্যে আগাম জাতের প্রতি কেজি ১২০-১৬০ টাকা দরে ৫০ লাখ টাকার বরই বিক্রি করেছেন। জানা যায়, চাষি সিদ্দিক হোসেন সখীপুর উপজেলার টিকুরিয়া চালা গ্রামের বাসিন্দা। … Continue reading এক মাসে অর্ধ কোটি টাকার বরই বিক্রি করেন সিদ্দিক!