
হৃদি গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাসা ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি ভোলায়। গত বছরের লকডাউনে তাদের পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। বুধবার (১১ আগস্ট) বিয়ের খবরটি জানান নিলয়। নিজের ফেসবুকে শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা।
নিলয় বলেন, ‘আমাদের জন্য দোয়া চাই। যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’
জানা যায়, নিলয়ের বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তবে সম্ভব হলে সেই আয়োজনের আগেই ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন নব-দম্পতি।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন নিলয়। দুই পরিবারের উপস্থিতিতে শখদের গেন্ডারিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



