জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল আজ (১৮ এপ্রিল) ১৭ বছর পূর্ণ করেছে। চলমান সপ্তদশ আসরসহ প্রতিটি আইপিএলেই খেলেছেন রোহিত শর্মা। আজ তার দল মুম্বাই মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছে, আর ম্যাচটি রোহিতের ২৫০তম আইপিএল ম্যাচ। এমন বিশেষ ম্যাচে তিনি আরেকটি মাইলফলক পূর্ণ করেছেন। আইপিএলে ৬৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন রোহিত।
এর আগে কেবল তিন ব্যাটার আইপিএলে সাড়ে ছয় হাজারের গণ্ডি অতিক্রম করার কীর্তি গড়েছিলেন, এর মধ্যে দুজনই ভারতীয়। সেই ক্লাবে এবার যোগ দিলেন ভারতীয় অধিনায়কও। পাঞ্জাবের বিপক্ষে এদিন ভালো শুরুর পরও অবশ্য রোহিত ইনিংসটা বড় করতে পারেননি। থেমেছেন ২৫ বলে ৩৬ রান করে। তবে এর মাঝেই তিনি পেরিয়ে যান সাড়ে ছয় হাজার রানের মাইলফলক।
আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তিনি আইপিএলে ২৪৪ ম্যাচে ৭৬২৪ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২২২ ম্যাচে ৬৭৬৯ রান করেছেন। ডেভিড ওয়ার্নার রয়েছেন তৃতীয় স্থানে। ১৮২ ম্যাচে ৬৫৬৩ রান করেছেন তিনি। রানের বিচারে চতুর্থ স্থানে আছেন রোহিত। এছাড়া তাদের ধারেকাছে নেই কোনো ব্যাটার।
তবে আইপিএলে ম্যাচ খেলার বিচারে সবার শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। ২৫৬টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে রোহিত। ধোনির পর তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এদিন ২৫০তম ম্যাচ খেলার নজির গড়লেন। এছাড়া ২৪৯টি আইপিএল ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৫০তম ম্যাচ খেলতে নামতে পারেন তিনি। কোহলি খেলেছেন ২৪৪টি ম্যাচ। চলতি আইপিএলেই ২৫০তম ম্যাচ খেলে ফেলার সুযোগ রয়েছে তার সামনে।
রোহিতের জোড়া মাইলফলকের ম্যাচে নির্ধারিত ওভার শেষে পাঞ্জাবকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে মুম্বাই। তাদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন সূর্যকুমার যাদব। ৫৩ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭টি চার ও তিনটি ছক্কায়। এছাড়া তিলক ভার্মা ৩৪ (১৮ বল) এবং রোহিত ৩৬ রান করেন।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন হার্শাল প্যাটেল। এছাড়া স্যাম কারান ২টি এবং কাগিসো রাবাদা এক উইকেট পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।