স্পোর্টস ডেস্ক : বাইশগজে দারুণ সময় কাটছে পাকিস্তানের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই উড়ছে বাবর আজম বাহিনী। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও ধরাশায়ী করল তারা। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাট করে পাকিস্তান করে ১৭২ রান। জবাবে উইন্ডিজরা থেমেছে ১৬৩ রানে। অর্থাৎ ৯ রানের ব্যবধানে হার সফরকারীদের।
তবে দল জয় পেলেও রানখরায় পাক অধিনায়ক বাবর আজম। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকলেও গত বাংলাদেশ সিরিজ থেকেই যেন ছন্দহীন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতেও ৭ বলে মাত্র ৭ রান করেছেন। যদিও এদিন রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। শুরুতে তাকে হারানোর পর দলীয় ৩৮ রানের মাথায় ফখর জামানকেও হারায় স্বাগতিকরা।
তবে বরাবরের মতো দলের হাল ধরেন রিজওয়ান ও হায়দার আলি। আগের দিন ফিফটি করতে পারলেও এদিন ৩০ বলে ৩৮ করে সাজঘরে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। শেষদিকে ইফতিখার ও শাদাব খানের ব্যাটে বড় সংগ্রহ পায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে স্বাগতিকরা।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরপর দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন ব্রেন্ডন ও নিকোলাস পুরান। এরপর শেষদিকে, ১৯ বলে শেফার্ডের ৩৫ রানের ইনিংসও দলকে জেতাতে পারেনি।
পাকিস্তানের পক্ষে শাহীন তিনটি এবং নওয়াজ, ওয়াসিম এবং রউফ দুটি করে উইকেট নেন।
এদিকে, এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়ল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়ল তারা।
এর আগে এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও ছিল পাকিস্তানেরই নাম। ২০১৮ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা। মিরপুরে বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল সেই রেকর্ডে ভাগ বসায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


