স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডে জিতেই কিউই ওপেনার হেনরি নিকোলাস বলেছিলেন, টি-টোয়েন্টির নিউজিল্যান্ড আর ওয়ানডের নিউজিল্যান্ড সম্পূর্ণ ভিন্ন। এবার সে কথার প্রমাণ মাঠেও দেখা গেল। ২২ রানে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হলো ভারতের।
আজ (৮ ফেব্রুয়ারি) অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলো ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। টস হেরে ব্যাট করতে নামলে ৫০ ওভার শেষে মাত্র ২৭৩ রানে আঁটকে যায় কিউইদের ইনিংস। ফলে ২৭৪ রানের সহজ একটি টার্গেট পেয়ে বসে ভারত।
ওপেনার মার্টিন গাপটিল আর হেনরি নিকোলস ৯৩ রানের ওপেনিংয়ে জুটি গড়ে কিউইদের ভিটটা পাকা করে দেন। ৪১ রানে নিকোলসকে যুজবেন্দ্র চাহাল এলবিডাব্লিউ করলে এই জুটি ভাঙে। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৭৯ রানে দূর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন গাপটিল। রস টেইলর ৭৪ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন। ৫৮ রানে ৩ উইকেট নেন চাহাল।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দুই ওপেনার পৃথ্বী শাহ এবং মায়াঙ্ক আগরওয়াল যথাক্রমে ২৪ এবং ৩ রান করেন।
দলের এমন অবস্থায় অধিনায়ক বিরাট কোহলি সুবিধা করতে পারেননি তেমন। মাত্র ১৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হয়ে যান। চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দুটি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দেন শ্রেয়স আইয়ার (৫২) এবং রবীন্দ্র জাদেজা (৫৫)। নভদীপ সাইনি করেন ৪৫ রান। ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়া লোকেশ রাহুলের সংগ্রহ ৪। ভারত থামে ২৫১ রানে। ২২ রানে ম্যাচটি জিতে যায় কিউইরা।
ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজের সিরিজ জয় করে নেয় স্বাগতিক নিউ জিল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।