
সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না। ভাষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকার মন্ত্রী-এমপিদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে। নির্বাচিত মন্ত্রী ও এমপিদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে, মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে এই বিশাল সুযোগ দেশের অর্থনীতি ও দক্ষ জনশক্তি বিকাশে নতুন দিগন্ত খুলবে, তবে ভাষা প্রশিক্ষণ ও দক্ষতা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



