বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানে চাচা-ভাতিজা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠে। এবার একাধিক মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেম করার জেরে এবার সংবাদের শিরোনামে জায়গা করে নিলেন পাকিস্তানের ব্যাটসম্যান ইমাম-উল-হক।
সম্প্রতি টুইটারে ইমামের কীর্তি ফাঁস করে দিয়েছেন এক ব্যক্তি, যার দাবি একই সঙ্গে ৭ জন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে তাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার।
টুইটারে অন্তত তাদের মধ্যে চার জনের সঙ্গে ইমামের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন ওই ব্যক্তি। সমালোচকরা বলছেন, ইমামের সাম্প্রতিক এই কাণ্ড তার কেরিয়ারের মারাত্মক ক্ষতি করতে পারে। যদিও ক্রিকেটারের দাবি, তাকে ফাঁসানোর জন্যই মেয়েরা তার সঙ্গে ভুয়া প্রেমের অভিনয় করেছেন।
তিনি আরও বলেন, এই সমস্ত ঘটনাই নাকি গত ছয় মাস ধরে তার সঙ্গে ঘটানো হয়েছে। মুশকিল হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার ভার ইমামের কাঁধেও খানিক বর্তেছে এবং এই ছয় মাসের মধ্যেই তা ঘটেছে।
শুধু তাই নয়, টুইটারে ওই ব্যক্তি দাবি করেছেন, ইমামের অবৈধ প্রেমের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কিছু ভিডিও এবং ছবিও তার সংগ্রহে রয়েছে, যা উল্লিখিত নারীদের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
পাকিস্তানের বতর্মান জাতীয় দলের ওপেনার ইমাম-উল-হকের চাচা পাকিস্তানে সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। সেই কারণে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানে চাচা-ভাতিজা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠে।
সূত্র: ক্রিকট্র্যাকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।