স্পোর্টস ডেস্ক: করোনার প্রকোপ বাড়ায় এক সপ্তাহ পিছিয়ে গেল ২০২১ ফ্রেঞ্চ ওপেন। ৩০ মে শুরু হবে এবারের আসর।
২৩ মে শুরু হওয়ার কথা ছিল এবারের ফ্রেঞ্চ ওপেন। কিন্তু ফ্রান্সসহ ইউরোপজুড়ে করোনার তীব্রতা বেড়ে যাওয়ায় একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ফ্রান্স টেনিস ফেডারেশন। তাই এক সপ্তাহ সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আয়োজক কর্তৃপক্ষ।
গত বছরও পিছিয়েছিল ফ্রেঞ্চ ওপেন। সেপ্টেম্বরের শুরু হওয়া সেই আসরে প্রতিদিন এক হাজারের বেশি দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
তবে এবার দর্শক সংখ্যা বাড়াতে পারে। সে জন্য প্রথম রাউন্ডের ম্যাচগুলো ২৩ মের পরিবর্তে ৩০ মে দেয়া হচ্ছে। টেনিস খেলোয়াড়রা যেন নিরাপদে আসতে পারে সে বিষয়টিও তদারকি করছে আয়োজক কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।