বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Nokia 6600 ফোনটির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। একটা সময় যখন যখন সারা বিশ্বে ফিচার পোনের রমরমা, তখন এই প্রিমিয়াম ফোন ঝোড়ো ব্যাটিং করছিল ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। বস্তুত, ফোনটি ফিচার ফোন হলেও তার মধ্যে স্মার্টফোনের একাধিক বৈশিষ্ট্য ছিল। এবার সেই ফোনই কামব্যাক করতে চলেছে নতুন অবতারে। জানা গিয়েছে, Nokia 6600 ফোনটি কামব্যাক করবে খুব শীঘ্রই এবং তাতে 5G SIM সাপোর্টও থাকবে। জানা গিয়েছে, ফোনটি ফিরতে পারে Nokia 6600 5G Ultra নামে।
এখন Nokia ফোন তৈরি করে HMD Global নামক একটি সংস্থা। তারাই এই ফোন লঞ্চের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। যদিও এই ফোনটি কবে নাগাদ ফিরবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। তবে একাধিক লিকস্টার আসন্ন Nokia 6600 5G Ultra ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। কেমন হতে চলেছে এই ফোনটি, কী প্রসেসর থাকতে পারে, অপারেটিং সিস্টেমই বা কী দেওয়া হতে পারে, কেমন হতে পারে তার ক্যামেরা সেটআপ, সর্বোপরি দাম কত হবে, সেই সব তথ্যই জেনে নেওয়া যাক।
Nokia 6600 5G Ultra: স্পেসিফিকেশন ও ফিচার
Nokia 6600 5G Ultra ফোনে দেওয়া হতে পারে 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যার সুরক্ষার জন্য থাকবে একটি 7K Corning Gorilla Glass প্রোটেকশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 2 5G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB ও 12GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজের সঙ্গে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে Android 13 অপারেটিং সিস্টেম। এই Nokia স্মার্টফোনে একটি 200MP ক্যামেরা দেওয়া হবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
Nokia 6600 5G Ultra: দাম কত হতে পারে
জানা গিয়েছে, এই Nokia 6600 5G Ultra ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 33,900 টাকা দামে। তবে এই দাম ও ফিচারের বিষয়টি এখনও জল্পনার স্তরে রয়েছে। কোম্পানির তরফে ফোনের দাম ও ফিচার সংক্রান্ত তথ্যগুলি নিশ্চিত করে জানানো হয়নি।
সুপারফাস্ট চাজিং ও দারুন ক্যামেরা নিয়ে সস্তায় বাজারে ওয়ানপ্লাসের নতুন ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।