এক সিনেমায় সালমান-ক্যাটরিনা-শাহরুখ

বিনোদন ডেস্ক : সময়ের স্রোতে শাহরুখ খান ও সালমান খান এখন খুব ভালো বন্ধু। বলিউডের বিখ্যাত ‘করণ অর্জুন’ সিনেমার সেই দুই ভাইয়ের মতোই তারা একে অপরকে আগলে রাখেন, পাশে থাকেন। গত কয়েক বছরে তাদের সম্পর্ক নিয়ে অনেক ইতিবাচক ও আবেগী গল্প তৈরি হয়েছে বি-টাউনে।

শাহরুখের সিনেমায় অতিথি হয়ে কাজও করেছেন সালমান। এবার চমক নিয়ে বলিউড ভাইজানের সিনেমায় হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে শাহরুখকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় আসবেন এসআরকে।

শাহরুখ খান এরইমধ্যে ‘টাইগার ৩’- এর শুটিং শুরু করেছেন। ১২ দিন হবে তার শুটিং।

একটি সূত্র জানিয়েছে, আন্ধেরির যশ রাজ স্টুডিওতে ১২ দিন শুটিং করবেন শাহরুখ।

শাহরুখ খান তার কাজগুলো শেষ করে ‘পাঠান’ সিনেমার বাকি কাজের জন্য বিদেশে উড়ে যাবেন। সে ছবিতে তার বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। সেখানে দুজনে রোমান্টিক গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে।

শাহরুখ খানকে কেন মেয়েরা এত পছন্দ করে?