নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মিরের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চার মাস বয়সী সন্তানের মৃত্যুর পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তার বাবা-মাও। মৃত্যুর মিছিল থামল না এই পরিবারের জন্য।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদ রিপন (২৬) এবং তার স্ত্রী হাফিজা আক্তার (২০) মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাফিজার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, রোববার (৩ আগস্ট) সকালে গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ওই দম্পতি ও তাদের চার মাস বয়সী শিশু রায়হান দগ্ধ হন। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রিপনের শরীরের ৮০ শতাংশ এবং হাফিজার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসক ডা. শাওন জানান।
একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করা না গেলে এমন ঘটনা বারবার ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।