ঘটনাটি ভারতের চেন্নাইয়ে। এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের সাবেক ৫০০ শিক্ষার্থী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এরপর অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করা হয়। বিষয়টি এখন তদন্ত চলছে। এ ঘটনা ভারতের চেন্নাইয়ের।
শনিবার দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের একটি স্কুলের কমার্সের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে অভিযোগ পৌঁছায় স্কুল কর্তৃপক্ষের কাছে। এরপরই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
ওই স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জানিয়েছে, তারা বিভিন্ন সালে পড়ুয়াদের থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ৫০০-এর বেশি মেসেজ পেয়েছে ইমেলে। ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই অভিযোগ গ্রহণ করেছি। বিষয়টি অন্তর্র্বতী কমিটিতে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরিচ্ছন্ন ও নিরপেক্ষ তদন্ত হবে।
শিক্ষার্থীদের আশ্বাস দেয়া হয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে’। স্কুল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সাবেক কোনো শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে ওই শিক্ষককে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।