Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এক হাটে দিনে কোটি টাকার মরিচ বিক্রি
    বিভাগীয় সংবাদ রংপুর

    এক হাটে দিনে কোটি টাকার মরিচ বিক্রি

    Shamim RezaApril 19, 20223 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : নীলফামারী ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মুছার মোড় এলাকায় পাগলীমার হাটে প্রতিদিন আট থেকে ১০ হাজার মণ কাঁচা মরিচ বিক্রি হয়। এই মরিচের দাম কোটি টাকার ওপরে। মরিচ ব্যবসাকে কেন্দ্র করে পাগলীমার হাটে গড়ে উঠেছে শতাধিক আড়ত। বিভিন্ন জেলার ক্রেতা-বিক্রেতার আগমনে সরগরম থাকে আড়ত। এবার বেশি দামে মরিচ বিক্রি করতে পারায় খুশি চাষিরা। জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলা ছাড়াও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শত শত চাষি এই হাটে মরিচ বিক্রি করেন।

    কোটি টাকার মরিচ

    জেলা কৃষি অধিদফতর সূত্র জানায়, জেলা সদরে ২৯০, সৈয়দপুরে ২৫, ডোমারে ৭৮০, ডিমলায় ৫৪০, জলঢাকায় ৮০ ও কিশোরগঞ্জে ৮৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। আবাদি জমির পরিমাণ এক হাজার ৮০০ হেক্টর।

    ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুজ্জামান বলেন, ‘উপজেলায় এ বছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ৭৫০ হেক্টর জমিতে নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে ৩০ হেক্টর জমিতে মরিচ চাষ বেশি হয়েছে। চলতি মৌসুমে মরিচের ফলন ও দাম বেশ ভালো।’

    চাষি, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারা জানিয়েছেন, বিভিন্ন জেলার পাইকাররা পাগলীমার হাটে আসায় খুশি মরিচ চাষি ও ব্যবসায়ীরা। দিন দিন মরিচের উৎপাদন বাড়ার সঙ্গে বেড়েছে চাহিদা।

    গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন কোটি টাকার ওপরে মরিচ বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শহরের কিচেন মার্কেটের আড়তদার শেখ কামাল আহমেদ।

    তিনি বলেন, ‌‘মরিচের জন্য বিখ্যাত পাগলীমার হাট। প্রতিদিন ভোর থেকে দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসেন এখানে। বিকাল পর্যন্ত চলে কেনাবেচা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মরিচ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়। এই হাটে বিন্দু মরিচ, সাপ্লাই মরিচ, ডেমা মরিচ, ডেমা হাইব্রিড মরিচ, জিরা মরিচসহ দেশি মরিচ পাওয়া যায়। প্রকারভেদে মরিচের মণ ২১০০-২৪০০ টাকা বিক্রি হচ্ছে।’

    মরিচ চাষি আফজাল আহমেদ বলেন, ‘আমি তিন বিঘা জমিতে মরিচ চাষ করছি। বিঘায় ফলন হয়েছে ২৮-৩০ মণ। প্রকারভেদে প্রতিমণ মরিচ বিক্রি করছি দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকা। এক বিঘা জমির মরিচ বিক্রি করেছি ৭২ হাজার টাকা। প্রতি বিঘায় মরিচ চাষে খরচ হয় ১৫ থেকে ১৬ হাজার টাকা। খরচ বাদে এক বিঘায় লাভ হয়েছে ৫৬ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে আরও এক লাখ টাকার মরিচ বিক্রি করতে পারবো।’

    মরিচ চাষি আবুল হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় এবার মরিচের কেজি তুলনামূলক বেশি। আশা করছি, এমন দাম থাকলে দেড় বিঘা জমির মরিচ বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করতে পারবো। গত বছর যে লোকসান হয়েছে তা পুষিয়ে নিতে পারবো। সংসার খরচসহ ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারবো।’

    একই এলাকার মরিচ চাষি অনাথ চন্দ্র রায় বলেন, ‘এবার তিন বিঘা জমিতে মরিচ চাষ করেছি। বর্তমানে মরিচ ক্ষেতে প্রচুর পোকার আক্রমণ দেখা দিয়েছে। দোকান থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে ক্ষেতে স্প্রে করেছি। এতে ফলন কমের আশঙ্কা রয়েছে। এবার মরিচের দাম অনেক ভালো। এই মৌসুমে মরিচ বিক্রি করে লাভবান হতে পারবো। তবে কৃষি কর্মকর্তারা যদি পরামর্শ দিতেন তাহলে ফলন আরও ভালো হতো।’

    স্থানীয় মরিচ ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘পাগলীরমার হাটে শুধু কাঁচা মরিচের বেচাকেনা হয়। বিভিন্ন জেলা থেকে পাইকার আসায় স্থানীয় ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে মরিচ কিনে ভালো দামে বিক্রি করতে পারছেন। এতে আমরা যেমন লাভবান হচ্ছি তেমনি আমাদের এলাকার কৃষকরাও ভালো দাম পেয়ে খুশি।’

    পাগলীরমার হাটের আড়তদার সমিতির সভাপতি এনতাজুল হক বলেন, ‘এমন কোনোদিন নেই এখানে আট থেকে ১০ হাজার মণ মরিচ কেনাবেচা হয় না। এখানকার মরিচ সিরাজগঞ্জ, পাবনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। হাটটি উত্তরাঞ্চলে মরিচের জন্য বিখ্যাত। আশপাশের কয়েক উপজেলার চাষিরা এখানে মরিচ বিক্রি করেন।’

    উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান বলেন, ‘কৃষি বিভাগের অব্যাহত পরামর্শ এবং নির্দেশনায় এই অঞ্চলে মরিচের উৎপাদন দিন দিন বাড়ছে। লক্ষ্যমাত্রার তুলনায় মরিচের উৎপাদন বেশি হওয়ায় আমরা খুশি। পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় কৃষকরাও লাভবান হচ্ছেন।’

    তামাক কোম্পানির মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। জেলায় এবার এক হাজার ৭৭৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর জমিতে বেশি মরিচ চাষ হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    এক কোটি কোটি টাকার মরিচ টাকার দিনে বিক্রি বিভাগীয় মরিচ রংপুর সংবাদ হাটে
    Related Posts
    রোগীর মৃত্যু

    চাঁদপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর চালিয়ে ফটকে তালা

    August 2, 2025
    Manikganj

    জাতীয় পতাকা দুমড়ে মুচড়ে ফেলে রাখা হয়েছে কলেজের সিঁড়িতে

    August 2, 2025
    বউ

    ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে ‘বউ পছন্দ না’ বলে যা করলেন যুবক!

    August 2, 2025
    সর্বশেষ খবর

    সোনমের পারিশ্রমিক মাত্র ১১ টাকা, সেই সিনেমা জিতেছিল ৫৫টি পুরস্কার

    রোগীর মৃত্যু

    চাঁদপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর চালিয়ে ফটকে তালা

    প্রেস উইং

    ৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

    সংবিধান সংশোধন

    ‘সংবিধান সংশোধন করতে হলে সংসদের বাইরে কোনোভাবেই তা সম্ভব নয়’

    ফোন

    বৃষ্টির দিনে ফোন ভিজে গেলে কী করবেন, একেবারেই করা যাবে না

    আওয়ামী লীগ

    ‘আওয়ামী লীগ কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না’

    ওপেন হার্ট সার্জারি

    জামায়াতে ইসলামীর আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

    জামায়াত আমির

    হাসপাতালে কতদিন থাকতে হবে জামায়াত আমিরকে, জানালেন চিকিৎসক

    রবার্ট ডাউনি

    ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির নতুন দুই ছবিতে রবার্ট ডাউনি, পারিশ্রমিক ১২০০ কোটি টাকা!

    Manikganj

    জাতীয় পতাকা দুমড়ে মুচড়ে ফেলে রাখা হয়েছে কলেজের সিঁড়িতে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.