Advertisement
স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা টেনিস তারকা রজার ফেদেরারের অবসর নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। চলতি বছরের ইউএস ওপেনের পর থেকেই অবসর নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ফেদেরারকে।
সম্প্রতি অবসরের ব্যাপারে মুখ খুললেন ৩৮ বছর বয়সী ফেদেরার নিজেই। আগামী বছর অর্থাৎ ২০২০র এর উইম্বেলডন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলতে চান বলে জানিয়েছেন ফেদেরার। কিন্তু উইম্বেলডনের পর আর কোনও আসরে অংশ নেবেন কিনা? নাকি অবসরে যাবেন? সে বিষয়ে সঠিক কিছু এখনও জানাননি তিনি। এ বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত জানাবেন বলেছেন তিনি।
প্রসঙ্গত, ফেদেরার তার টেনিস ক্যারিয়ারে মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেন। যার ৮টি জিতেছেন উইম্বেলডনে। গ্র্যান্ড স্ল্যাম সহ সব মিলিয়ে তার ব্যাক্রিগত জীবনে শিরোপার সংখ্যা ১০২টি। যা টেনিস ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
খবর : ইউরোস্পোর্টস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।