স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের পর চলতি মাসের ১৫ তারিখ থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবার কথা থাকলেও এক সপ্তাহের মতো পিছিয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবার সম্ভাবনা নেই বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাচ্ছে দেশীয় ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে।
এর জন্য আগামী ৯ ও ১০ নভেম্বর দুই দিন খেলোয়াড়দের ফিটনেস টেস্ট হবে। টি-টোয়েন্টি কাপে খেলার জন্য ফিটনেস টেস্টের যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে রয়েছে ১১৩জন ক্রিকেটার।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটের সেরা এই অল-রাউন্ডারকে তালিকার এক নম্বরে রেখে যথাক্রমে দেয়া হয়েছে বাকীদের নাম।
তবে এই তালিকায় নেই ওয়ানডের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নাম। এই তালিকায় মাশরাফীর নাম কেন নেই সেটিরও ব্যখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচক বলেন, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা মাশরাফীকে এখনই ফিটনেস টেস্ট দিতে হচ্ছে না। কারণ, ওর দুই সন্তান করোনা আক্রান্ত হওয়ায় বাসায় থাকতে হচ্ছে। ওরা সুস্থ হয়ে গেলেই ফিটনেস নিয়ে কাজ শুরু করবে। কোনও দল চাইলে সে খেলতে পারবে এতে কোনও সমস্যা নেই।
তালিকায় থাকা ১১৩ ক্রিকেটারকে ফিটনেসের পরীক্ষা দিতে হবে কোভিড-১৯ সরকারী নীতিমালা মেনে। প্রত্যেক ক্রিকেটার সময় পাবেন ৩০ মিনিট করে।
ফিটনেস টেস্টে ক্রিকেটারদের তালিকা:
তারিখ: ৯-১১-২০, সময় : সকাল ১০টা থেকে ১১টা
সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, জাকের আলি অনিক, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দীক, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী।
তারিখ: ৯-১১-২০, সময় : সকাল ১১টা থেকে দুপুর ১২টা
শুভাশিষ রায়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুর মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি ও জাকির হাসান।
তারিখ: ৯-১১-২০, সময় : দুপুর ১২টা থেকে দুপুর ১টা
সৈকত আলি, দেলওয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক রুবেল, মিজানুর রহমান, সালাউদ্দিন সাকিল, নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন সৈকত, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদ্দৌস জাভেদ, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, ফারদিন হোসেন অমি, রবিউল ইসলাম রবি ও সুজন হাওলাদার।
তারিখ: ৯-১১-২০, সময় : সকাল ১টা থেকে দুপুর ২টা
অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নাহিদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, আলাউদ্দিন বাবু, আব্দুরল হামিম, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয় রাজ শেখ, নাহিদুল ইসলাম ও মেহরাব হোসেন জসি।
তারিখ: ১০-১১-২০, সময় : সকাল ৯টা থেকে সকাল ১০টা
আজমির আহমেদ, সাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হাদ উদ্দিন, শাবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হাসান সেন্টু, মাসুম খান টুটুল, মোহাম্মদ জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত রিদয় ও ইমরান আলি।
তারিখ: ১০-১১-২০, সময় : সকাল ১১টা থেকে দুপুর ১২টা
আহমেদ সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানুজ্জান, ইমতিয়াজ হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদ হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম ও মোহাম্মদ আসাদুল্লাহ হিল গালিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।